স্কুল কলেজ বন্ধ
নিউটন, শেক্সপিয়ার, শেরে বাংলা হবার নেই কোন দ্বন্দ্ব
চলছে-চলছে-চলবে, তালা ঝুলছে-ঝুলছে-ঝুলবে
কার বাপের সাধ্য আছে বন্ধ তালা খুলবে।
কাটছে বই উইপোকা, বাড়ছে নেশা মোবাইলে
ভাংছে জাতির মেরুদণ্ড, কে কাকে দিবে দন্ড
আর কতোদিন চলবে খেলা, ডুবে যাচ্ছে জাতির ভেলা
বেলা থাকতে ধর ভেলা, বেলা শেষে খাবে ঠেলা।
স্কুল কলেজ বন্ধ
কাজী নজরুল, রবীন্দ্রনাথ, জীবনানন্দ হবার নেই কোন দ্বন্দ্ব
ধূসর পিতামাতার মুখ, ধূসর বইখাতা-পান্ডুলিপি।
ভুলে গিয়েছে ছাত্র-শিক্ষক, শিক্ষক-ছাত্রের বদন
মহামারী বানিয়ে দিলো বিশ্ব মানবকে মদন
চলছে-চলছে-চলবে, তালা ঝুলছে-ঝুলছে-ঝুলবে
আছে কার হিম্মত, বন্ধ তালা ভাঙ্গবে।
মরছে মানুষ লাখে লাখে, দেখছি মোরা নীরব চোখে
শূল বিঁধে বুকে, মরবো এবার ধুঁকে
হৃদয় কাঁদে গভীর শোকে, প্রজন্ম বিলীন করোনার চোটে।
স্কুল কলেজ বন্ধ, নেই প্রতিযোগিতার দ্বন্দ্ব
মেধার নেইকো যাচাই, মেধা যেন বন্দী খাঁচায়
অটো পাশে মিলছে সার্টিফিকেট, মেধাহীনও পাচ্ছে টিকেট।