তোমার কণ্ঠ না শুনে
এই হৃদয়ে তোমার স্মৃতি ধারণ করে
কাটিয়ে দিলাম দশটি বছর।
এই দশটি বছরে পৃথিবীর আকাশে
কতবার সূর্য উদিত হয়েছে, কতবার অস্ত গিয়েছে
কতবার বসন্ত এসেছে, এসেছে কনকনে শীত কুয়াশার চাদর মুড়িয়ে এই পৃথিবীতে।


যখন গ্রীষ্মের গরমে খোলা আকাশের নীচে ঘুমিয়ে যেতাম,
গভীর রাতে তোমাদের দুজনের হাসির শব্দে ঘুম ভেঙে যেতো
আর ঘুমঘুম চোখে যখন আকাশ পানে তাকাতাম
তোমাদের দুজনার প্রতিচ্ছবি চাঁদের ভিতর দেখিতাম
কতটা সুন্দর দেখাতো তোমাদের দুজনকে
মনে হতো সৃষ্টি লগ্ন থেকেই স্রস্টা তোমাদের মিলিয়ে রেখেছিলেন।


আমি তো ছিলাম তোমার জীবনের অভিশাপ
অভিশপ্ত করে তুলেছিলোম তোমার জীবন
আমার জীবন থেকে মুক্তি নিয়ে
সমাপ্তি ঘটিয়েছিলে অভিশপ্ত জীবনের।