বাহিরে প্রচন্ড বাতাস
পরিত্যক্ত পলিথিন গুলো ঘুরপাক খেতে খেতে হঠাৎ উড়ে যায়
কোথায় যেন হারিয়ে যায় চোখের দৃষ্টি থেকে।
দুপুরের খাবার শেষে যখন অফিসে ফিরছিলাম হঠাৎ এক দমকা বাতাস এসে আমাকে দু'হাত পিছিয়ে দেয়
নাকে, মুখে, চোখে এসে পড়ে কয়েক হাজার বালু।
মরুভূমির বালু ভেসে বেড়ায় উতাল-পাতাল মাতাল হাওয়ায়
কোথাও বালুর পাহাড় গড়ে উঠে, মেঘের টুকরো আলিঙ্গন করে পাহাড়কে।
কখনো কখনো অন্ধকারে ঢেকে যায় পুরু মরুভূমি
এই মাতাল হাওয়া কাটিয়ে সম্মুখে এগিয়ে চলা দুষ্কর
কখনো মনে হয় লুকিয়ে লুকিয়ে সারা দেহে তীর ছুড়ছে সৈন্যসামন্ত লস্কর।
আমারও মাঝেমধ্যে সাধ জাগে আফরোজাকে আলিঙ্গন করতে
উতাল-পাতাল মাতাল হাওয়ায় মেঘের সাথে ভাসতে
সমুদ্র তীরে দাড়িয়ে সমুদ্র সফেন দু'হাতে কুড়িয়ে তার মুখে মাখতে।