দুঃখ আসে যদি_কেন করো পাগলামি
সবকিছু ভুলে গিয়ে_মেতে ওঠো আত্মহননে
ভরসা রাখো সৃষ্টিকর্তার_কেটে যাবে কালো আধার
হেঁসে উঠবে ভোরের রবি_হাতে পাবে সুখের চাবি।


দুঃখ কেন আসে_হামেশায় ভুলে যায় সবে
এই নিশী ভোর হবে_পাখি সুমধুর গান ধরবে
এই ক্লেশ কেটে যাবে_দ্বন্দ্ব ঘুচে যাবে
সুখ ফিরে আসবে_আনন্দের হাসি ফুটে উঠবে।


আত্মহনন মহাপাপ_করিনা যেন কেহ
যেথায় যাবে_সেথায় স্রস্টাকে পাবে
কঠিন বিপদে_স্মরণ রাখিও তাকে
যাবে কেটে আধার_দেখবো মোরা সুপ্রভা।


আত্মহননের আত্মা_নিবে না'ক স্রস্টা
দ্বিকবিদিক ঘুরে_কাটাবে রোনাজারি করে
স্রস্টার সৃষ্ট ফেরেশতারা_অভিসম্পাত দিবে
জান্নাত চিরতরে বন্ধ হয়ে_জ্বলবে জাহান্নামের অগ্নিতে।


যদি কোরআন_হাদিস খোলে দেখতে
আত্মহননের শাস্তি বুঝতে_মুক্তির পথ খোঁজতে
যে পদ্ধতি অবলম্বনে আত্মহনন করবে
কিয়ামত পর্যন্ত সে পদ্ধতি অবলম্বন করবে।


দুঃখে নিপাতিত_নিমজ্জিত হয়ে
যেয় না'ক কভু আত্মহননে_মানিয়ে নিতে শিখো
নিজেকে ভাসিয়ে দিতে শিখো_দুঃখের অতলান্ত সাগরে
সুখ এমনিতেই এসে_তোমার পায়ে লুটোপুটি খাবে।