যখন এই ধরায় করেছিলুম আগমন
আজান দিয়ে জানিয়েছিলো স্বাগতম
খোদা তোমার এই ধরাধামে এসে
ঝুলি পূণ্যের চেয়ে পাপে-ই হয়েছে ভারী।


হে দয়াময়, রহমানুর রাহিম
শেষ বিদায়ের দিনের শেষ রাত্রিতে যখন
সব কোলাহল, সব আয়োজন শেষ হয়ে আসবে
মোয়াজ্জিমে মধুর সুরে হাইয়্যা আলাল ছালা -
আমার কর্ণে পৌছার সাথেসাথে
আজানের এই মধুর ধ্বনি শুনিতে শুনিতে
চীর বিদায় নিতে চাই প্রভূ এই ধরাধাম হতে।


তোমার বন্ধু মুহাম্মদ (সাঃ) এর উছিলায়
কবুল কর, কবুল কর আমার এ আর্জি
আমার হৃদয় যেন জপে লা ইলাহা ইল্লাহ দিবারাত্রি।


তুমি মহান, তুমিই সুমহান
তুমি যাকে গোমরাহি করো,
হেদায়েত তার জন্য দুস্পাপ্য
তুমি যাকে হেদায়েত করো গোমরাহি হারাম বিবেচিত।