দীর্ঘ দশ বছর পার হয়ে গেল
নাজমিন তোমার কণ্ঠস্বর না শোনে
এই দীর্ঘ দশ বছরে
রংতুলি দিয়ে হৃদয় ক্যানভাসে
তোমার কতো ছবি এঁকেছি
আখি জলে কত বালিশ ভিজিয়েছি
কতো রাত বালিশ হীন ঘুমিয়েছি
শুধু তোমাকে ভেবে ভেবে।


এই দীর্ঘ দশ বছরে
এই পৃথিবীতে কতবার বসন্ত নীরবে এসে নীরবে চলে গিয়েছে
গাছে গাছে কত ফুল ফুটেছে
আবার কতো ফুল ঝড়েছে
আমার বিরহের গান
কোকিলের কণ্ঠে প্রকাশ হয়েছে।


এই দীর্ঘ দশ বছরে
সিনাই নদীর পানি কতবার শুকিয়েছে
কতবার এর ক্ষুরধার স্রোতে তীর ভেঙেছে
এই সাদা সাদা কাশফুল গুলো
কতবার আমায় হাতছানি দিয়ে ডেকেছে।


শরৎকালের আকাশে সাদাকালো মেঘের খেলা
বাড়ির পাশের ঘাগুটিয়া,চিনালোংগার পদ্ম বিলে পদ্মফুলের মেলা
চারিদিকে শিমুল,কামিনী আর হাসনাহেনার ঘ্রান, এ যেন শীতের পূর্বাভাস।
এই দীর্ঘ দশ বছর পর যখন
নাজমিন তুমি আমায় বলেছিলে "কেমন আছেন"?


সেইদিন তোমার প্রশ্নের উত্তর আমি দিতে পারিনি
পৃথিবীর অধিকাংশ ভাষা জানা সত্ত্বেও
আমি উত্তর দেওয়ার ভাষা হারিয়ে ফেলেছিলাম
তবে আজ দিচ্ছি
তুমিই বল, তুমি বিনা আমি ভাল কি করে থাকি।