তুমি ভেবেছিলে
তুমি চলে যাওয়ার পর আমার জীবনে
ঘোর অন্ধকার নেমে আসবে
আমি আর কখনো সকালের-
উদীয়মান সূর্য দেখতে পাবনা।
ভরপুর পেয়ালার শরাব পান করে
করুণাময়ী চাহনিতে, কন্ঠস্বর নীচু করে
পায়ের হাটু দুটি মৃত্তিকায় গেড়ে
দু'হাত বাড়িয়ে বাঁচার আকুতি জানাব।
দ্যাখো চেয়ে
তুমি যা ভেবেছিলে আমি কিন্তু তা করিনি।