এই ধরাধামে এসেছিলে পুরুষ হয়ে
ধারন করেছিলে কোরআন হৃদয়ে
প্রচার করেছিলে সত্যের বাণী
জাগাতে চেয়েছিলে ঘুমন্ত বিবেক।


তোমার মিষ্টি মধুর কণ্ঠে সত্যের আহবান
তীর হয়ে বিঁধেছিল গোমরাহিদের বুকে
তোমার মতো অনেকেই শিকার
কোরআন বিদ্বেষীদের রোষানলে।


হাড়ভাঙা পরিশ্রমে
যোগান দেয় মোরা যাদের পারিশ্রমিক
প্রভুরা শিখিয়ে দেয় ছবক
তারা আমাদের নয় প্রভুদের রক্ষাকবচ।


তুমি পুরুষ না হয়ে রূপবতী নারী হলে,
সর্বশক্তি প্রয়োগে
চব্বিশ ঘণ্টায় নিয়ে আসতো উদ্ধার করে
বাহবা কুড়িয়ে শূন্য ঝুলি পূর্ণ করিতে।


তোমরা স্বাধীন স্বাধীন বলে চিৎকার করতে পার
ভাংতে পার গলার স্বর
স্বাধীনতার আনন্দে বিহ্বল চিত্তে নাচতে পার
মাখতে পার গায়ে লাল সবুজের রং।


আমি কখনো স্বীকার করে নিব না এ দেশ স্বাধীন
আজও এ দেশের আঠারো কোটি মানুষ পরাধীনতার শৃঙ্খলে বন্দী
ঘাতকেরা করে গুম খুনের ফন্দি।


আমার জন্মটা যদি একাত্তরের পূর্বে হতো
আজকের ঘাতকদের দল দাঁড় করাত কাঠগড়ায়
নৃত্য করতো বুকের চাতালের উপর দাড়িয়ে
শ্বাসরুদ্ধ করতো রাজাকার বানিয়ে।


কোরআনের পথে, সত্যের পথে ডাকা
ভালো লাগেনি দাজ্জাল অনুসারীদের
তোমাকে গুম-খুন করে, ভয় দেখিয়ে
দমাতে চেয়েছিলো রাসূল প্রেমীদের।