বিদ্যালয় লিয়াকত আলী উচ্চ বিদ্যালয়
এখানে মনুষ্যত্বের ভিত্তিপ্রস্তর করা হয়
জ্ঞান হীন মস্তিষ্কে, এসেছিলাম এ বিদ্যালয়ে
ভালোবাসায় দিয়ে দীক্ষা, দিয়েছিলেন জ্ঞানের শিক্ষা।
ছিলেম বাউন্ডেলে, ঘুরে বেড়িয়েছিলাম বাজারে
পূর্ণ করতে পারিনি ঝুলি, অপূর্ণতার হতাশায় কাঁদি
বেলা থাকতে ধরিনি হাল, বেলা শেষে ছিঁড়েছে পাল
পাল ছেড়া তরীতে, ভাসি আমি অকূল ধরিয়ার বুকে।
শিক্ষাগুরুর পাঠদান, মনে হতো এ যেন বিষপান
সত্যি যদি করে নিতাম পান, জীবন হতো আজ মহীয়ান
রবির মতো ছড়াতাম আলো,
জ্বালাতাম নজরুলের মতো অগ্নি প্রজ্জ্বলিত শিখা।


বিদ্যালয় লিয়াকত আলী উচ্চ বিদ্যালয়
এখানে মগজ ধোলাই-এর দীক্ষা দেওয়া হয়
পয়তাল্লিশ মিনিটের ক্লাসে, শিক্ষকের ক্ষুরধার পাঠে
মগজের মরীচিকা কাটে।
করিনি হৃদয়ঙ্গম, করেছিলাম শয়তানের সঙ্গে সঙ্গম
কাটতে দেয়নি মরীচিকা, তাই তো হয়েছি বিভীষিকা
উচ্চ করতে পারিনি শির, হতে পারিনি বিদ্রোহী বীর
এ শির ছিলো যে শয়তানের-ই নীড়।
ইচ্ছে করে ফিরে যেতে ছেলেবেলায়
ভর্তি হতে পাঠশালায়, নতুন করে করতে মগজ ধোলাই।