এই ভবে মানুষের নামে মানুষ অভাব কিসে
এক গ্রামে একই নামে বহু মানুষ মিলে
কবির উর্বর হৃদয়ে হাজারো মানুষ বসত করে
কল্পনার মাধুর্য মিশিয়ে ভালোবাসা চাষ করে।
কবিতা যখন টুকটাক লিখি
শিল্পী নামে এক কবিতা সৃষ্টি করি
এই কবিতা হয়েছিলো কাল
ধূম্রজালের মতো ছড়িয়ে ছিলো জাল।
হয়েছিলাম গায়ের মাতবরদের চক্ষুশূল
তারা উঠাতে চেয়েছিল এই কবিতার উসুল
পারেনি অ,আ,ক,খ লিখতে
তারা এসেছিল কবিতার সালিশি করতে।
দমাতে চেয়েছিলো আমায়
মিশনে নেমেছিলো খতিয়ে দেখার
এই ক্ষুরধার শক্তির উৎস কোথায়।
আমি বাউন্ডেলে, অগ্নিগিরির উত্তাপ
টক্কর দিলে জ্বলেপুড়ে ভস্ম হবে
এলোমেলো বাতাসে উড়বে ছাই।
আমার বুকে সত্যের বাস
দুচোখে দেখেছিলে তোমাদের সর্বনাশ
তাড়াতে চেয়েছিলে, চেয়েছিলে করতে গ্রাম ছাড়া
তোমরা জানতে না আমি যে এক ছন্নছাড়া।
ফুলে মধু, ফুলে সাজে বধূ
ফুলে নিবেদন, ফুলে ভালোবাসার আবেদন
আমি পূজারী ফুলের, আমি পূজারী ভালোবাসার
চির জাগ্রত, চিরন্তন সত্যের।
তিমির ঘনসিয়া রাতে, বিভোর তন্দ্রায় স্বপ্ন দেখতে
তোমাদের হুমকি ধামকিতে হয়ে হতভম্ব
ছেড়ে কলম, নিয়েছি হাতে তীর বল্লম।
তোমরা মত্ত ধ্বংসের আর আমি সৃষ্টির
আমি অবলোকন করি অন্ত দৃষ্টিতে
আর তোমরা চোখের
আমার শক্তি কলমে, তোমাদের লাঠি বল্লমে।