আমি বাউন্ডেলে_মুক্ত জীবনানন্দ
এসেছি মুক্তির ফরমান নিয়ে
এই দাসত্বের দেয়াল ভেঙে
আমীর_ফকির এক কাতারে দাঁড় করাতে।


যাদের হাতে মুক্তির আলোকোজ্জ্বল মশাল ছিলো
এই পৃথিবী তাদের নিষ্ঠুরভাবে হত্যা করে
কাক_শকুনের ভোজন বানিয়েছিলো
কিন্তু মুক্তির ডাক আজো উজ্জ্বল তারকার মতো।


মুক্তির শরাব একবার করিলে পান
মজলুমের পক্ষে আমৃত্যু গেয়ে যায় মুক্তির গান
মশাল হাতে নিয়ে_আমৃত্যু লড়ে যায় বীর
উর্ধ্ব গগনচুম্বী করে এ শির।


এক পূজারীকে শূলে চড়িয়ে_ফাঁসিতে ঝুলিয়ে
নিভিয়ে দেওয়া যাবেনা মুক্তির মশাল
হাজার পূজারী রয়েছে দাড়িয়ে
হাতে নিতে সেই মশাল।


আমি ভূগর্ভ থেকে বেড়িয়ে আসা অগ্নি লাভা
যারা শূলে চড়াতে আসবি, সবাই জ্বলে_পুড়ে ছারখার হবি
আমি থামবো না_এ মশাল ছাড়বো না
আমি মুক্তমনা বিহঙ্গ_মগ্ন মম গানে।


সুরহীন গানে_শ্রোতা এ গান নাহি শুনে
তবু গেয়ে যাই আপন মনে
যদি মন ভুলা মনে লয় এ গান
পান করে নেয় মুক্তির শরাব।


আমি উঠিয়াছি মাটির উদর ছেদিয়া
রুখবি না কেউ দল বাঁধিয়া
এই নির্যাতন_নিপীড়ন বন্ধ করিয়া
যাবো আমি চলে পুষ্পের হাসি হাসিয়া।


ব্যার্থতার গ্লানি_করে না মোর পিছু টানাটানি
উলঙ্গ আমি_নগ্ন আমি_আমি মাতাল
সাগরের বুক থেকে উঠে এসে
করি অপরাধীর বুকে আঘাত।