আমার পৃথিবী অতি ছোট দশ মিনিটের
অফিস থেকে রুম_রুম থেকে অফিস
হাঁটি হাঁটি পায়ে অফিসে যাবার পথে
দর্শন করে নিই সকালের সূর্যোদয়।


সারাদিনের কর্মব্যস্ততা শেষে গোধূলিলগ্নে
হাঁটি হাঁটি পায়ে রুমে ফেরার পথে
অবলোকন করে নিই পাহাড়ের চুড়ায়
হারিয়ে যাওয়া রক্তিম সূর্য।


আমার পৃথিবী নয়কো সুদীর্ঘ_সুবিশাল
দশ মিনিটের এই পৃথিবীতে কতকিছু কল্পনা করি
গ্রামের সোনালী ধান ক্ষেত_হেমন্তের ফসল কাটা মাঠ
আঁকাবাকা মেঠোপথ_বিসৃত সরিষা ক্ষেত।


আমার এই পৃথিবীতে কল্পনায় শুনতে হয় পাখির কলতান
বসন্তের কোকিলের গান_মজলুমের আত্ম চিৎকার
একমুঠো ভাতে ক্ষুধা নিবারনে পথশিশুর চিৎকার
চলন্ত ট্রেনে কিংবা গুলিস্তানের মোড়ের ভিক্ষুকের গান।


আমার এই পৃথিবীতে কল্পনায় দেখতে হয়
সবুজ শ্যামল ঘাসের বুকে কুয়াশার চাদর
পুকুরে মাছরাঙার ঝাপ_সমুদ্রে গাংচিলের সাঁতার হা-ডু-ডু_কাবাডি_দাঁড়িয়াবান্ধা_ডাংগুলি_গোল্লাছুট_কুতকুত_হাড়িভাঙা খেলা।


কতকিছু উঠেপড়ে_বাঁকা সিনাই নদীর কলকলধ্বনি
রাখালদের বাঁশির সুর_নাজমিনের কোমল স্পর্শ
মায়ের হাতের সুস্বাদু খাবার_বাবার ভালোবাসা
প্রেয়সীর ডালিমের মতো মুখ_সোনামণির হৈচৈ।