আমি দেখিনি ১৭২০, ১৮২০ এবং ১৯২০ সালের থমকে যাওয়া পৃথিবী
তবে আমি দেখেছি ২০২০ সালের থমকে যাওয়া পৃথিবী
যা প্রতিনিয়ত আমার চোখের সামনে ঘটছে।
যখন থমকে যাওয়া পৃথিবীর
লাশের মিছিলগুলো দেখি
আমি নিজেই পৃথিবীর মতো থমকে যাই,
স্তব্ধ হয়ে যাই।
বুক ফেটে কান্না আসে
চোখ দিয়ে আসে রক্তাশ্রু।
ইরাক,আফগানিস্তান, সিরিয়া,ভারত ও কাশ্মীরের লাশের বোঝা বহন করতে করতে
ক্লান্ত পৃথিবীর বুকে এই মহামারীর লাশের বোঝা বহন করা সত্যি খুবই কষ্টকর।
এই পৃথিবী আর পারছে না বহন করতে লাশের মিছিল।
হে সৃষ্টির স্রস্টা
আমরা সবাই পথভ্রষ্টা।
হে অনন্ত, অক্ষত চীর জাগ্রত ভগবান
তুমি রহিম,তুমি রহমান, তুমিই সুমহান।
তুমি যাকে সৃষ্টি না করলে
সৃষ্টি করতে না মোদের
তোমার সেই বন্ধুর খাতিরে ক্ষমা করো মোদের।