পৃথিবী যতই শিক্ষিত হচ্ছে_ততই আধুনিক হচ্ছে
বাড়ছে যান্ত্রিকতার চাহিদা_হ্রাস পাচ্ছে মানব চাহিদা
নিজেদের আধুনিক_স্মার্ট_শিক্ষিত দাবী করে
বিশ্বময় পালন করছে বিশ্ব ভালোবাসা দিবস।


যুবক থেকে বৃদ্ধা_ভালোবাসা মহব্বত বিনিময় করে
ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করে পথ পানে চেয়ে থেকে
ধুলোবালিতে ঝাপসা হয়ে আসে চশমার কাচ
তারপরও বিরক্তি আসে না _এই ভালোবাসার পাগলামিতে।


যে পৃথিবীর মানুষ অনাহার_অনিদ্রায় কাঁটায়
খাবারের জন্য দিনের পর দিন_আকাশের মালিকের দিকে তাকায়
যে পৃথিবীর ডাস্টবিনে দুগ্ধ শিশু মিলে
আর যা_ই থাকুক অন্তত ভালোবাসা থাকতে পারে না।


আমি অনেক ঘুরেছি ভালোবাসার সওদা করতে_জাপান থেকে নরওয়ে
আমি দেখেছি সিঙ্গাপুর_ভিয়েতনাম_রাশিয়ার মতো বড় বড় শহর গুলোতে
রাতের আঁধারে আবার কিছু শহরে দিনের আলোতেও ভালোবাসা বিক্রি হয়
এ ভালোবাসা টাকার_ক্ষনিকের কিন্তু হৃদয়ের নয়।