বৃষ্টিতে ভিজে, রৌদ্রে পুড়ে
আহারে অনাহারে গড়েছিলে সম্পদ
উঠোনের চারপাশে সাজানো বাড়ি
ঘর ভর্তি মানুষের আহাজারি।
দেহের রক্ত ঝরিয়ে করেছিলে যে ঘর
ঠাঁই হয়নি তোমার সেই ঘাম ঝারানো ঘরে
সবাই মাথা গোঁজার ঠাঁই পেয়েছে
তুমি পেয়েছো খোলা আকাশ।
রিমঝিম বৃষ্টিতে ভিজছে তোমার দেহ
বাড়ি ভর্তি মানুষ, পাশে নেই কেহ
আজ তুমি নিথর, স্তব্ধ, প্রাণহীন বলে
মূল্যহীন স্ত্রী, সন্তান, ভাইবোন, পড়শীদের কাছে।
যাদের সুখে জীবন, যৌবন ক্ষয়ে
পাড়ি দিয়েছিলে দীর্ঘপথ
ক্ষানিকটা সময় থাকতে পাশে
নিতে পারেনি শপথ।