পঁচিশ থেকে পয়ত্রিশ এই বয়সটা
পাহাড় পর্বত চূর্ণবিচূর্ণ করে
স্বপ্ন পূরনের পথ তৈরী করে
সেই পথে স্বপ্ন পূরনের লক্ষ্যে হেঁটে যাবার
রংধনুর সাতটি রং ছিনিয়ে এনে জীবন রাঙাবার।


এই বয়সটা তেজস্বী ঘোড়ার মতো
লাগামহীন ছুটে চলার কিন্তু এই বয়সে
আমি তোমাকে হারিয়ে খরগোশ-কচ্ছপের
গল্পের সেই খরগোশের মতো হয়ে গিয়েছিলাম।


শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের দেবদাস গল্পের
দেবদাস-এর মতো হ্যায়-হরদম হ্যায়-হরদম
শরাব পান করে বস্তির রাস্তার কিনারায় কিংবা
আখাউড়ার রেলস্টেশনে ঘুমিয়ে রজনী ভোর করেছিলাম।


পঁচিশ থেকে পয়ত্রিশ এই বয়সটা
উদীয়মান সূর্যের রশ্মির মতো রশ্মি ছড়াবার
বাঁধা বিপত্তি পায়ে পিষে অন্যায় অবিচারের বিরুদ্ধে
বক্ষ ফুলিয়ে শির উঁচু করে দাড়িয়ে
লুণ্ঠিত মানবতাকে পুনঃপ্রতিষ্ঠিত করার।
এই বয়সটা স্রস্টার প্রেমে হাবুডুবু খেয়ে
স্রস্টার সাথে কথোপকথন করার।