মা মাগো আমাকে আর আঁটকে রেখোনা বদ্ধ ঘরে
মরবো আমি মাগো বীরবিক্রমের মতো লড়ে।
তোমার ছেলের ক্ষুরধার তরবারিতে কচুকাটা হবে শত্রু
অনাহারী পাবে খাবার, মজলুম পাবে মুক্তি।
অনিয়মের বেড়াজাল আকটে আছে যেথা --
করবো মাগো আমি আঘাত সেথা।
অন্নহীন,বস্ত্রহীনের কষ্টে যাঁরা পায়নি ব্যথা
কেঁড়ে নেবো মাগো মাঘের শীতে তাঁদের কাঁথা।
রণক্ষেত্রে যুদ্ধ থামিয়ে চাইবো মাগো সমতার সন্ধি
রাজি যদি নাহয় ওঁরা, করবো বন্দী, দ্যাখবে মাগো আমি কতো বুরা।
যেদিকে তাকাবে মাগো দ্যাখবে বাগিচা লাশের --
আমিই হবো একমাত্র কারণ ক্ষমতা পিপাসুদের নাশের।
যদি আমায় নাহি ছাড়ো মা
কপাট ভেঙে পালিয়ে যাবো রাতের আঁধারে --
নিপাত করবো মাগো তাদের
আমার বোনের সম্ভ্রমে হাত পড়েছে যাঁদের।
বন্ধ কপাট দাও গো খুলে
আমি মানুষ আর একবার যাবো ভুলে
তাদের পোড়াবো না চিতায়, চড়াবো শূলে
বাংলার বাঘিনীরা ফুটবল খেলবে তাদের খুলি খুলে।
মা খুলে দাও হাতের বাঁধন
জগত দ্যাখবে এবার তোমার ছেলের পদচারণ, শাসন
পৃথিবীর কোত্থাও থাকবেনা অরাজকতা, অনিয়ম, গরীর শোষণ
অন্তর্বাস ছেড়ে বোনেরা পরিধান করবে সতীত্ব রক্ষার ভূষণ।


২১/০৯/২০২২ইং, সৌদি আরব