আল মাহমুদ, অদ্বৈত মল্ল বর্মন এর তিতাস
তুমি আজ রাক্ষসী হয়ে গেলে
খেয়ে নিলে একাধিক প্রাণ
ব্রাহ্মণবাড়িয়া বাসী
পূর্বে হতে দেখেনি তোমায় রাক্ষসী।
কচি মুখের নিথর দেহ
বুকে জড়িয়ে হাউমাউ করে কাঁদছে কেহ
পিতার কাঁধে সন্তানের লাশ
তুমি আজ থেকে ব্রাহ্মণবাড়িয়ার সর্বনাশ।
কলকলধ্বনিতে, ক্ষুধার কথা যদি জানাতে
খেতে দিতাম চিঁড়া পিঠা
তাতেও যদি না মিটতো তোমার ক্ষুধা
আস্ত গরু দিতাম ছুড়ে, তোমার ক্ষুধা নিবারনে।
বিজয়নগর লাশের নগর
তোমার করালগ্রাসে
আজকে তোমার কর্মকাণ্ডে
তিতাস শব্দের পরিবর্তন ঘটে।