মোরা বাঙালী অস্ত্র ধরে যুদ্ধ করতে পারি
গুলিতে বুক ঝাঁঝরা করতে পারি
মোরা তিলকে তাল_তালকে হিমালয় করতে পারি
অপরাধীদের ছেড়ে নিরপরাধীদের কারারুদ্ধ করতে পারি।


মোরা বাঙালী একটি ফুলকে বাঁচাতে যুদ্ধ করি
পথে_ঘাটে_পার্কে হাজারো নারীর ইজ্জত লুণ্ঠন করি
পা_চেটে_গোলামী করে পায়ের তলার মাটি শক্ত করি
মূর্খকে জ্ঞানী বানিয়ে মঞ্চে উপবিষ্ট করি।


মোরা বাঙালী ছিনিয়ে নেই অন্যের স্বাধীনতা
কেড়ে নেই অন্যের বুকের লালিত স্বপ্ন
মোরা উশৃংখল_এই উশৃংখলতার ভয়ে
কুমারিত্ব নিয়ে শঙ্কায় থাকে মোদের মা_বোন।


মোরা বাঙালী_মোদের চলার গতি অপ্রতিরোধ্য
মোদের আত্মা এখনো হয়নি পরিশুদ্ধ
নোংরামি আর নষ্টামি হয়ে গিয়েছে মোদের ধর্ম
তেমন-ই ফল পাচ্ছি যেমন মোদের কর্ম।


মোরা বাঙালী_অন্যকে বিপদে ফেলার ছক নিখুঁতভাবে আঁকতে পারি
ভাঙতে পারি অন্যের সাজানো সংসার
এ মোদের অহংকার_মোরা অকুতোভয়_দুঃসাহসি
সেই আঁকা ছকে অজান্তেই জড়িয়ে পড়ি।


মোরা বাঙালী_অন্যের বিপদে গা এলিয়ে হাসতে জানি
ডুবিয়ে দিতে জানি বিপদগ্রস্ত মানুষকে
চায়ের দোকানে আড্ডায় মজে হৃদয়ের খোরাক বানাতে পারি
দক্ষতার পরিচয় দিতে পারি অন্যের সমালোচনা করে।


মোরা বাঙালী_মোরা গর্বিত
মোদের খ্যাতি আজ ছড়িয়ে সারাবিশ্বময়
মোরা লাশের বুকে পা রেখে উপরে ওঠার সিড়ি তৈরী করি
মোরা বাঙালী _মোরা গর্বিত বাঙালী।