পার্থক্যটা কোথায়
✑ মিটু সর্দার


তুমিও ভাবুক - আমিও, তুমিও লেখক - আমিও
তুমিও কবি - আমিও, পার্থক্যটা কোথায়?
আমি মিথ্যের উদর ছিঁড়ে সত্য উন্মোচন করি
আর তুমি, এমপি - মন্ত্রী, নেতা- পাতিনেতা, -
উজির - নাজির, জমিদারের গুণকীর্তন করো।
তুমি যৌবনারম্ভ কিশোরীর ঠোঁট, বুক, গাল, চুল নিয়ে প্রেমকাব্য লিখো
আর আমি ধর্ষিতা কিশোরীর ধর্ষকের ফাঁসির দাবিতে অনশন করি।
তুমি খ্যাতির জন্য সত্য ভক্ষণকারী প্রভাবশালীদের পাছায় তেল মাখো
আর আমি তাদের পাছায় লাত্থি মেরে -
বমি করিয়ে সত্য কারামুক্ত করি।
তুমি উন্নয়নের জোয়ারে নিজেকে ভাসিয়ে -
চোখের পলকে পদ্মানদী পাড়ি দাও
আর আমি ক্ষুধার পীড়ায় আত্মহত্যা করা মানুষটির কবর খুঁড়া নিয়ে ব্যস্ত।
তুমি কাচের দেয়ালের গগনচুম্বী অট্টালিকা দ্যাখো
দ্যাখো সূর্যের আলো প্রতিফলিত হওয়ার-
মনোমুগ্ধকর দৃশ্য,
তুমি দামী পাথরের তৈরী তাজমহল দ্যাখে-
বারবার প্রেমে পড়ো, কাব্য লিখো
আর আমি গগনচুম্বী অট্টালিকা এবং তাজমহলের
দেয়াল থেকে ভেসে আসা নির্যাতিত শ্রমিকের ক্রন্দন শুনতে পাই।
তুমিও ভাবুক - আমিও, তুমিও লেখক - আমিও
তুমিও কবি - আমিও, পার্থক্যটা কোথায়?


২৫/০৫/২০২২ সৌদি আরব