নারী বিধাতার এক অপরূপ সৃষ্টি
নারীর ভালোবাসা হীন জীবন
সাহারা মরুভূমির মতোন।


নারীর ভালোবাসায় পুরুষের তরবারিতে ক্ষুরধার সৃষ্টি হয়
শক্তি সঞ্চয় হয় বজ্রমুষ্ঠিতে
হৃদয় হয় তাজিংডং পর্বতের মতো।


নারীর ভালোবাসায় পুরুষ উন্মাদ হয়
কারাভোগ করে, শিকল বেড়ী পড়ে, ঘর ছাড়ে
নির্জন নিঃস্তব্ধ গহীন অরণ্যে বনবাসী হয়।


নারীর আলতো ছোঁয়ায় গোলাপ প্রস্ফুটিত হয়
রাজা রাজ্য ছাড়া হয়, মন্ত্রী হারায় মন্ত্রীত্ব
আর আমি আমাকেই হারিয়ে ফেলি।


গল্প, সিনেমা, উপন্যাসে নারী না থাকলে প্রাণবন্ত হয়না
কবিতায় না থাকলে পাঠক তা গ্রহণ করে না
নারী হীন কিছুই অপূর্ণতা থেকে যায়।


নারী আঁধারের প্রদীপ, স্বপ্নের মেরুদণ্ড
যৌবনের শক্তি, বৃদ্ধ বয়সের লাঠি
নারী হীন পৃথিবী অন্ধকারাচ্ছন্ন কারাগার।


নারীর প্রেমে অসীম শক্তি
দিক হারা পুরুষ খোঁজে পায় দিক
নীড় হারা পুরুষ পায় নীড়।


প্রেমময়ী নারী, যদি দেয় কভু আড়ি
জ্বলেপুড়ে নিঃশেষ হবে
উঁচু শির উঁচু রেখে বহুদূর পাড়ি দেবে।