কি আঘাত পেলে তুমি
যেতে চাও ভুবন ছাড়ি
পুরুষ হয়ে নিলে জন্ম
মৃত্যুকে জয় করা পুরুষের ধর্ম।
যার কুঠারাঘাতে রক্তের ফোয়ারা বয়
জ্বলছে আগুন, পুড়ছে মন, হচ্ছে ক্ষয়
নিঃসঙ্গ জীবন তোমার, ছাড়তে চায় ত্রিভুবন
করবে সে একদিন জনমের রোদন।
যে চুর্ণ করে ধূসর করেছে তোমার হৃদয়
একদিন হবে তার জীবনের ক্ষয়
দন্ডায়মান হবে ন্যায় বিচারকের কাঠগড়ায়
দন্ড দিবেন হৃদয় ভাঙার দায়।
দ্বিকবিদিক ঘুরবে, তোমার কাছে ফিরবে
তার চোখে দেখবে ক্ষমার চাহনি, বুকে দীর্ঘশ্বাস
আজকে তুমি কাঁদছো, বালিশ ভিজছে চেখের জলে
রাত কাটছে তোমার নির্ঘুমতায়, হৃদয় পুড়ছে বেদনায়।
নারীর প্রতারণায় এই অবলীলা হয়ে উঠেছে দূর্বিষহ
অক্সিজেনে বিরহের নিকোটিন
গাড়ির হর্ণ গুলো বিষের বাঁশির শব্দের মতো কানে বিঁধে
স্মৃতির পাতায় ভাসে, এলোমেলো কেশে হাসে।
তুমি পুরুষ, নওজোয়ান উদ্দামতা পুরো দেহে
এখনো জয় করতে পারো পুরো পৃথিবী
প্রাণে ফিরিয়ে এনে চাঞ্চল্যতা
পুরো বিশ্বকে দেখিয়ে দাও তুমি নয়কো হেলাফেলা।