নাজমিন তুমি ইচ্ছে করলে
কাক ডাকা স্নিগ্ধ ভোর হতে
গভীর রজনীতে নরম বিছানায় পিঠ লাগানোর আগ পর্যন্ত
তোমার ঘুম হারাম করা
স্বপ্ন পূরনের পথে বাঁধা সৃষ্টি করা
আমার সেই জরাজীর্ণ স্মৃতিগুলো
ভাসিয়ে দিতে পার তিতাসের জলে।


জানি তুমি পারবে না
আর পারলেও তা করবে না
কারন আমার বেঁচে থাকার শেষ সম্বল যেমন তোমার স্মৃতি টুকু
তেমনি তোমারও বেচে থাকার শেষ সম্বল আমার স্মৃতি টুকু।
ইচ্ছে করলেই তুমি তা নষ্ট করতে পারবেনা।