তোমার মতো করে আমি অন্য কাউকে ভালবাসিনি
স্থান দেয়নি হৃদয়ের গহীনে
তুমি ছিলে আমার প্রথম প্রেম, প্রথম ভালবাসা
এবং শেষ প্রেম, শেষ ভালবাসাও তুমি।


তুমি কি জান নাজমিন?
আমাকে ছেড়ে যাওয়ার পর
আমি এতোটাই নষ্ট হয়েছিলাম
যে কেউ আমাকে দেখলে আঁতকে উঠতো।


তোমার অতীত গুলো ভুলে থাকতে
ঘুমের ট্যাবলেট আর মদ ছিল প্রধান সঙ্গী।
তুমি চলে যাওয়ার পর
আমার হৃদয়কাশে আর সুখের সূর্য ওঠেনি
ভোরের পাখি কলতান করে জাগেনি
মৌমাছি আসেনি, আসেনি সুখের পায়রা।


নীরবে কত রাত কেঁদেছি
কতো চোখের জল ফেলেছি
কতোবার বালিশ ভিজিয়েছি
আর কতোবার সেই ভিজা বালিশ শুকিয়েছে।


তুমি কি জান নাজমিন?
আমাকে ছেড়ে যাওয়ার পর
বহুবার আত্মহত্যা করতে চেয়েছিলাম
ঝাপ দিতে গিয়েছিলাম ট্রেনের নীচে
কিন্তু পারিনি, কেন পারিনি জান?


তোমার ছোট্ট মেয়েটার নিষ্পাপ মুখ খানি
বারবার চোখের সামনে ভেসে ওঠেছিল।
আমি ছাড়া তার আর কে ছিল এই পৃথিবীতে
কাকে সে বাবা বলে ডাকতো।


মায়ের ভালবাসা কেমন হয় তা সে জানেনা
মায়ের মুখ,মায়ের হাসি কেমন হয় তা-ও সে জানেনা
যদি বাবার ভালবাসা টুকুও না পায়
কি করে শান্তনা দিবে নিজেকে।


গভীর রাতে হৃদয়ের সাথে কথোপকথনে জানতে পারি
আমাকে ভুলতে গিয়ে তুমি আজও ভুলতে পারনি
বিরহের যন্ত্রণা মাঝেমাঝে মাঝরাতে ঘর ছাড়া করে
তোমার হৃদয়ে কুঠারাঘাত করে।


বিরহের আগুনে তুমি নিজেকে জ্বালিয়ে পুড়িয়ে ছারখার করে দিচ্ছ, কয়লা বানিয়ে নিচ্ছ হৃদয়কে।
সব অভিযোগ, অভিমান ভুলে
এক রুপালী তারাভরা রাতে এসো
খোলা আকাশের নীচে, দু'জনে এক সাথে
পাশাপাশি বসে জীবনের গল্প করবো।


তুমি ফিরে এসো, ফিরে এসো হৃদয়ে আমার
আবারও মোরা বালিশ ভাগাভাগি করে
এক কাঁথার নীচে ঘুমবো
আবারও নতুন করে স্বপ্ন দেখবো
আবারও হারিয়ে যাব কোন এক সুখের নেশায়।


কথা দিচ্ছি তোমাকে
আর কখনো তোমার চোখের জল ঝরাবোনা
আঘাত দিবোনা হৃদয়ের ঈষান কোনে
খুব যতন করে রাখবো তোমায়।