আমার স্বপ্নগুলোতে আজ মরিচীকা পড়েছে
কিন্তু কেন জান?
তুমি তো জানবে না আর জানতে চাইবেও না
কারন তুমি যে আজ অন্যের স্বপ্নদ্রষ্টা।


তোমাকে নিয়ে কত সুন্দর করে স্বপ্নগুলো সাজাতে চেয়েছিলাম
আর তুমি কিনা কাল বৈশাখীর ঝড়ের মতো
আমার স্বপ্ন গুলোকে মুকুলে নষ্ট করে দিলে।
তোমার স্বপ্নগুলো আমার স্বপ্ন ছিল  
আর আমার স্বপ্নগুলো তোমার স্বপ্ন ছিলনা।


তোমার স্বপ্ন ছিল উন্মুক্ত জীবন যাপন
যেখানে তোমাকে শাসন করার মতো কেউ থাকবে না।
তুমি এমন একটি পরিবার চেয়েছিলে
যেখানে তুমিই অল-ইন-অল।  
    


তাইতো গভীর রাতে তুমি আমার স্বপ্নগুলোকে
গলা টিপে হত্যা করে
তুমি চলে গিয়েছ তোমার সৃষ্ট পথে।
আমার অপরাধ তো এতটুকুই ছিল
আমি কেন তোমার হাত ধরে
আমার পরিবার থেকে বিচ্ছিন্ন হয়ে যাইনি,
তাই আমি তোমার আদালতে অপরাধী।