শব্দগুলো কোথায় যেন পালিয়ে গেল
নীরবতায় তারা কি গো দুঃখ পেল?
তাইতো এখন তাদের খুঁজে পাইনা আমি
তারা এখন হয়ে গেছে অনেক দামি।
মনের মাঝে দুঃখগুলো উপচে পড়ে
বন্দী তারা হয় না এখন শব্দ ঝড়ে।
অভিমানী শব্দগুলো আয় না ফিরে
নীরবতা ভাংতে এবার আয়রে নীড়ে।
কথার মালা গাঁথবো আজি তোদের নিয়ে
মনের যত দুঃখ আছে সে সব দিয়ে।
মনের মাঝে জমে আছে কত কথা
যায় না বলা মনের কথা যথা তথা।
তাই তো সে সব বন্দি আছে মনের ঘরে
শব্দ খুঁজে পায় না তারা গুমরে মরে।
লিখব আমি আজকে সবই খাতার পাতায়
বন্দী করে রাখবো না আর মনের খাতায়।
হারিয়ে আর যাবে নাকো মনের ভুলে
খাতার পাতায় নেব আমি সে সব তুলে।
হারানো সব শব্দগুলো আয়রে ফিরে
নিরবতা ভাঙবো এবার তোদের ঘিরে।