আগস্ট মানে বেদনার মাস
কেবল-ই হা-হা-কার,
হৃদয় মাঝে গভীর ক্ষত
ব্যথায় আত্ম-চিৎকার।


আগস্ট মানে বঙ্গবন্ধুর
বেদনাবিধুর মুখ,
খুনি মোস্তাক, রাজাকারদের
প্রতিশোধ নেয়ার সুখ।


আগস্ট মানে রক্তে ভেজা
বত্রিশ নম্বর বাড়ি,
রক্তচোষা হায়েনার দল
বুলেট ছোঁড়া গাড়ি।


আগস্ট মানে স্বপ্ন ভঙ্গ
সাম্প্রদায়িক থাবা,
হঠাৎ ঝড়ে ভেঙ্গে যাওয়া
বাঙালির হৃদ কাবা।


আগস্ট মানে চোখের জলে
ভিজিয়ে যাওয়া বুক,
ইতিহাসের কালো অধ্যায়
বাঙালির চির দুখ।