ঘড়ির কাঁটাটা টিক্ টিক্ চলে
থামে নাকো কোন দিন,
এমনি করিয়া কমিছে যে আয়ু,
জীবন হইছে ক্ষীণ।


জীবনযুদ্ধে সংগ্রাম করি
মানিতে চাহিনা হার,
দুনিয়ার পিছে ছুটোছুটি করে
জীবন করেছি পার।


তবু একদিন চলে যেতে হবে
ভাবি নাকো কবু তার,
রঙিন পৃথিবী ফ্যাকাশে যে হবে
মানিতে হইবে হার।


তারপর এক অজানা জগত
কি জানি কি সেথা হয়,
ভাবিয়া আমার অন্তর কাঁপে
মনেতে জাগিছে ভয়।


ওহে দয়াময়! ক্ষমা করো মোরে
করেছি কতনা পাপ,
তোমার দয়া যে তার চেয়ে বেশি
করে দাও মোরে মাপ।


আখেরি নবীর উম্মত আমি
তোমার করুণা চাই,
তোমার নবীর সুপারিশে আমি
বেহেশত যেন পাই।