এই না দেহ মাটির গৃহ
প্রাণ পাখিটার বাসা,
খাঁচার পাখি উড়ে গেলে
মিথ্যে সকল আশা।


কত সুন্দর করে আল্লাহ
বানিয়েছেন দেহ,
প্রাণ পাখিটা উড়াল দিলে
থাকেনা তার কেহ।


কত শত স্বপ্ন দেখা
কত আশার ভেলা,
সবকিছু তার সাঙ্গ হবে
শেষ হবে রে খেলা।


এই দুনিয়া বালাখানা
বিরানভূমি হবে,
প্রাণ পাখিটা উড়ে গেলে
কিছু নাহি রবে।


দেহের কিবা মূল্য আছে
যাবে পচে গলে,
প্রাণ পাখিটা দেহ হতে
যাবে যখন চলে।