মাটির দেহ মাটিতে ভাই যাবে একদিন মিশে
দুই দিনের-ই জীবন ভাই রে অহং কর কিসে?
এই না ভুবন ছাড়তে হবে দুদিন আগে পরে
চোখের সামনে কত মানুষ দিনে রাতে মরে।
দাদা গেছে বাবা গেছে গেছে আপন জনা
তবু কেন হয় না রে হুশ ওরে অবুঝ মনা।
যাবার কোন বয়স নাই রে কেবা আগে পরে
বাবার আগে ছেলে যায় রে কান্দে বসে ঘরে।
কভু কি গো ভাবো মানুষ কোথায় যাবে তুমি
এই দুনিয়া ক্ষণস্থায়ী হবে বিরান ভূমি।
মরার পরে ক্যামনে থাকবে কবর ঘরে একা?
আপন জনা বন্ধুবান্ধব হবে কি আর দেখা?
সুখে নাকি দুখে রবে কি হবে যে গতি?
সময় থাকতে ভাবো মানুষ করো না আর ক্ষতি।
অনন্তকাল থাকতে হবে কবর ঘরে একা
সঙ্গী সাথী কেউ হবে না হবে না আর দেখা।
আমলনামা সঙ্গে রবে ভালো কিংবা মন্দ
সংশোধনের সময় তখন হয়ে যাবে বন্ধ।
ভালো-মন্দের হিসাব হবে কেয়ামতের দিনে
বাঁচার উপায় থাকবে না গো আল্লাহ রাসুল বিনে।
সময় থাকতে করো মানুষ পরকালের ধান্দা
এই দুনিয়ার মোহ মায়ায় হইও না আর আন্ধা।