কোন গোপনে, মন পুড়েছে
বৃষ্টি থামার পরে
আমার ভিতর ঘরে,
বূঝতে আমি পাইনি তাহা
কিসেরি সেই জ্বালা
কোন সে ফুলের মালা!


কোন সে নাগর বাজায় বাঁশি
বাঁধলো মনে বাসা
কে সে সর্বনাশা!
খুঁজে আমি পাইনা তারে
কোথায় যে সে থাকে
কোন সে নদীর বাঁকে!


উদাসী মন যায় হারিয়ে
কোন সে গহীন বনে
কাহার সঙ্গোপনে!
বুঝতে আমি পাইনি সখী
পাইনি খুঁজে তারে
দুঃখ শুধু বাড়ে।


কাহার পরশ লাগলো আজি
ভাঙলো মনের তালা
বাড়লো মনের জ্বালা,
পাইনি আমি তাকে খুঁজে
জীবন নদীর পাড়ে
বিশ্ব এ সংসারে।