শ্রমিকেরই ঘামে গড়া
আমাদের এই দেশে,
শ্রমিক সদা থাকে কেন
জরাজীর্ণ বেশে?


লবণ আনতে পান্তা ফুরোয়
শ্রমিকের এই দশা,
শ্রমের ঘানি টেনে টেনে
জীবন হলো কষা।


দু'মুঠো ভাত পায় যদি ভাই
তাতেই তারা খুশি,
নুন থেকে চুন খসলে কেন
তাদের মোরা দুষী?


তাদের শ্রমে তাদের ঘামে
আমরা দালান গড়ি,
তাদের ভাগ্যে জোটে নাকো
তারই কানা কড়ি।


তবু তারা দেশ গড়ে ভাই
তাদের স্যালুট করি,
শ্রমিক দিবস এলেই তো তাই
আমরা তাদের স্মরি।