তুই যে মায়ের চোখের মণি
ভাইয়ের ভালোবাসা,
তোকে নিয়ে সবার মনে
কত স্বপ্ন আশা।


আদর্শ এক মানুষ হবি
লিখাপড়া শিখে,
তোর গুণগান গাইবে লোকে
সুনাম দিকে দিকে।


দেশ ও দশের করবি সেবা
থাকবি নাকো পিছু,
জাত ভেদাভেদ করবি নাকো
কে বা উঁচু নিচু।


মনের মতো মানুষ পাবি
জীবন সঙ্গী করে,
তোদের সুখে মোদের জীবন
যাবে সুখে ভরে।


আজকে বুঝি আসলো সেদিন
সুখের বার্তা নিয়ে,
যাবি রে তুই শ্বশুর বাড়ি
ঘোমটা মাথায় দিয়ে।


চোখের জলে ভাসবো মোরা
হাসবো তবু মুখে,
দু'হাত তুলে করবো দোয়া
থাকিস চির সুখে।