কষ্ট করে ফলায় ফসল কৃষক জাতিকুল
মাথার ঘাম পায়ে ফেলে হয়ে যায় মশগুল।


জানতো না যে তারা কষ্ট করে ফসল পাবে
ফসলের দামের সিংহভাগই কাক শকুনী খাবে।


যদি জানতো তারা গরুর মাংসে মিলবে ধানের মণ
চাষি না হয়ে হইতো কসাই মিছে কাটবে কেন বন।


তখন ধানের বদলে গরুর পালন বাড়াইতো বেশ
তাদের দিন কাটতো ভীষণ আরাম আয়েশেই বেশ।


ধানের থেকে কামলার দাম অনেকটাই আজ বেশি
তাই দেখে কৃষকের মুখে হতাশার রেশটাই বেশি।


শিক্ষার্থী - মিজানুর রহমান (মিজান)
     ইতিহাস ও প্রত্নতত্ত্ব বিভাগ
বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়,রংপুর।