বাংলার গাছে পাখিরা নাচে,
নৌকাটি বাঁধা ঘাটের কাছে,
নদীর জল অবিরত বহে কল কল,


সবুজ বাংলায়, মাটির ঘর,
গাঁয়ের পাশেই নদীর চর,
বাংলার গাছে পাখিদের কোলাহল।


এই বাংলার কবি রবীন্দ্রনাথ,
কবি নজরুল ও সত্যেন্দ্রনাথ,
কবি জীবনানন্দ দাশের জন্মস্থান।


বাংলার মাটি বাংলার ভাষা,
মেটায় সবার মনের আশা,
বাংলা ভাষায় আমরা গাহি গান।


বাংলার মাটি স্বর্গের সমান,
বাংলার বায়ু বাঁচায় যে প্রাণ,
বাংলা মোদের সবার জন্মভূমি।


বিশ্বের মাঝে বাংলার মান,
করি মোরা দেশের সম্মান,
এমন বাংলা কোথায় পাবে তুমি।


লেখা- ১২-০৫-২০১৯ ইং।


শিক্ষার্থী- মিজানুর রহমান (মিজান)
ইতিহাস ও প্রত্নতত্ত্ব বিভাগ
বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়,রংপুর।