গিয়েছিলাম কলকাতা কোন এক কাজে
নেমেছিলাম শিয়ালদহ স্টেশনে,
যাবার আগে তার সাথে কথা বলি
যেতে হবে আমার যে কলকাতা শহরতলি ;
  যাওয়ার জন্য আমায় উৎসাহিত দিয়েছিল
   আর আমিও তার জিজ্ঞেস করিনি সে আমার থেকে কি চেয়েছিল ........!!
   শিয়ালদহ স্টেশনে নামলাম সুন্দর এক সকালে মিষ্টি রোদের আলো ঝলমলে রোদ আর স্নিগ্ধ হাওয়ায় দোলে ।
    সেখান থেকে রওনা দিলাম বারুইপুর
     দেখলাম কতইনা যাত্রিতে ভরপুর....:
      বেশ কাজ করে ফিরে আসলাম আবার শিয়ালদহ স্টেশনের
      পাশে ফুটপাতে কিছু দোকানে ছিল
      বিভিন্ন ধরনের সামগ্রী ও তাদের জন্য শার্ট টি-শার্ট প্যান্ট কিনেছিল
     আমার পছন্দ হয়েছে একটি হাফ শার্ট
     হয়নি কেনো আর বাড়ি ফিরছিলাম
      পথে একটি হাত ঘড়ি পছন্দ হয় নীল রংয়ের ঘড়িটা আমার খুব প্রিয় রঙ ছিল.....!!
      কিনে নিয়েছিলাম হাতে  পড়িয়ে দিলেন ও দোকানদার ..::
      প্রতি মনে হচ্ছিল কিছু একটা বাকি...?? ভাবলাম না এইভাবে দিলে হবে না নিজেকে ফাকি..! কিনেছিলাম এক বস্তু সামগ্রী সবাই শুনলে
      ভীষণ হাসবে তবুও নিলাম কিছু মূল্যে !
      কিনেছি তবুও জানি না সে
      আমার বলার জন্য মন কিছুতেই মানে না যে ।। বলে ফেলেছি তাকে সেই ভীষণ খুশি
       আনন্দ হলেও পাই যে  অনেক হাসি
       এমন জিনিস উপহার .......;
       এর জন্য নেই কোনো উপসংহার ..।
       কথা বলার শেষ মুহূর্তে নিয়েছিলাম তোমার.. জন্য একটি চাদর কিনেছি কমলা রঙের
       রংটি পছন্দ হয়েছিল
        কিনেছি শুধু তার জন্যই
        হয়নি এখনো দেওয়া
        হয়নি তার কাছে আর যাওয়া....!!!