যখন লেংটা কিম্বা ছেড়া কাপড় পরা
পথের ধারের ভগবানদের কাছে যাই,
তখন আমাকে তোমার মনে করোনা,
আমার মানব সত্বা তখন -
ঐ ভগবানদের হয়ে যায়।
যখন আমি কৃষক মজুরের ঘামের গন্ধে
স্বর্পরাজ মাতাল হই,
তখন আমাকে তোমার মনে করোনা ,
আমি ধুলোয় উড়াই হাসনাহেনা -
মেরুদন্ডের কোল বেয়ে আমি ঘুমিয়ে পরি।
পৃথিবীর সব বন্ধন লুটে পরে -
জীর্ণ ছেরা আঁচলে।
[পাষাণ বুকে পদাঘাত]