নেও আমায় গ্রেপ্তার করো,
হাতে হাত করা পরাও - কমরে দড়ি বাঁধো।
গাঁয়ের কুড়ে ঘর থেকে টেনে হীছড়ে আনো আমায়,
পিটিয়ে রক্ত ঝরাও,
রক্তাক্ত পাঞ্জাবী ধুয়ে আবার পরাও।
রিমান্ডে আমার হাত পা ভেঙে দাও,
দেখো তার পরেও আমি চুপ হই কিনা?
যেখানে দেলোয়ার - মাসুদ -
মাহমুদুর রহমানরা চুপ হয়নি,
শহিদুল আলমের মত ফটোগ্রাফারটাও হুংকার ছেড়েছে -
সেখানে আমিতো কালজয়ী নির্ভীক তারুণ্য।
পোস্টার ফেস্টুন হাতে দুদিন আগেও -
নির্লজ্জ রাষ্ট্রকেও বাল দেখিয়ে দিলাম ,
তবুও যদি আমায় না চিনো তবে অপেক্ষা করো -
আমি আসবো ক্ষুদিরাম হয়ে।