কথায় কথায় চেতনা গান
চোখে ছলনার জল,
নিলামে উঠেছে সংবিধান,
স্বাধীনতা ডুমুর ফল।
মন্ত্রী যেন শুয়ার ছানা
লাগামহীন মুখ যার ,
শিষ্টাচারের নেইতো বালাই
কথায় কাজে তার।
নাখেয়ে মরে গরীবের মেয়ে
লজ্জায় নিচু বাংলাদেশ,
বাজেট শুনি রাজ্যসভায়
এনালগের সময় শেষ।
পার্টির দালাল সুশীল মশাই
গুণীদের দেয় বাক লাথি,
ওরা মরলেই মিষ্টান্ন ভোজ,
এরা মরলেইই হয় ব্যথি।
ভিন্নমত আর ভিন দর্শন
অপরাধ হয় দেশদ্রোহের,
বিরোধী পার্টি  সব শত্রু
অমানুষ যেন ভিনগ্রহের।
গনতন্ত্রের কবর খুরে
বাম নেতা গায় জয়ের গান,
কার হাতে আজ সমাজতন্ত্র
কে উড়ায় আজ লাল নিশান?
ধর্মের কাজে চুলকানী যার
তারা বেচে খায় ধর্ম,
সময় বুঝে উমরা হাজ্বী
সেই সেকুলারদের কর্ম।
দেশপ্রেম আজ দলের দালিলি
নেতাদের গুনগান,
কাটাতাঁরে গেথে ঝুলুক ফেলানি
দেই স্বাধীনের প্রতিদান ।
প্রজন্ম আজ গিলেছে গলদ
বিকৃত সব ইতিহাস,
হাজার মিথ্যে মিশ্রিত ধোঁয়া
নাই নির্মল নিশ্বাস।
আর কতদিন রবো পরাধীন
কত খাবো আর মার,
ভেঙে শিকল আনবো দখল
স্বাধীনতা বাংলার।