সহবাসে সঙ্গম আর সঙ্গমে সন্তান,
বিশ্বাসে ভক্তি আর ভক্তিতে ভগবান।


সহবাসে সহমনা নাহলে আকর্ষণ,
সঙ্গম হয়না তা, যা নিশ্চিত ধর্ষণ।


ছন্দে ছন্দ মিলাই ভাষাতেও কাব্যিক,
হয়ে যায় বেশ লেখা কবিতা শাব্দিক।


আপ্লুত আবেগের চুম্বক আবেদন,
গিলছে সমমনা রংঢংয়ে কেরে মন।


ক'মিনিট উচ্ছ্বাসে ফল হলেই সন্তান,
যায়কি পিতা হওয়া পেয়ে যথা সন্মান?


বাহবা পেয়ে অনেক-পেলে পদক দামী,
চুল দাড়ি গোফে সেজে-হলে বড় নামী।


সঙ্গমে হয়না যেমন পরিচয়ে কেউ পিতা,
কবিও হয়না তেমন লেখলেই কবিতা।


পিতৃত্ব ছাড়া যেমন পিতার নেই অর্থ,
কবি হতে হলে আগে মানুষ হওয়াই শর্ত।


হতে কি পেরেছো মানুষ-সংসার মায়াতে,
মিথ্যে অহমিকায়  অাগুনের ছায়াতে।


এসো আগে মানুষ হই তারপর কবি,
পিতা হয়ে সংসারে আগলে রাখি সবি।