চল একদিন হারিয়ে যাই
ফুল পাখিদের দেশে,
মনের পাখায় রং মাখিয়ে
প্রজাপতির বেশে।
চল হারাই দিনে কি রাতে
ভুলে সময় ক্ষন,
ফেরার পথও হারাই ভুলে
যাই নীধুয়া নির্জন।
চল একদিন যাই হারিয়ে
ভাসিয়ে উতাল ঢেউ,
নীলের বুকে সাঁতারে ছুটি
জানুকনাতো কেউ।
পদ্মবনের কাঁটায় একদিন
চল হারিয়ে যাই,
আঁচড় আঁকি গড়তে সৃতি
শাসন বারণ নাই।
[ঘামের স্রোত ]