কাঠমোল্লা টুপিওয়ালা
কপালজুড়ে সিজদা দাগ,
ওরা এখন দেয় ফতোয়া
নেয় ওলামার চেয়ার ভাগ।


জুব্বাটা তার বোরকাসম
ছেঁচরে চলে মাটির বুক,
পায়ের নিচে ফরজ বিধান
নফল মেনে স্বর্গ সুখ।


পরের কাজে পায়ে পায়ে
শিরিক বিদআত গন্ধ পায়,
নিজে খেলে সবই হালাল
সুদের টাকায় মক্কা যায়।


মুনাজাতে কান্নাকাটি
দাওগো খোদা মাফ করে,
চাকরানিটা বাসন ভেঙে
দাম মেটালো কোন দরে?


শুকিয়ে গেছে ঘাম শরীরের
মজুরিটা মিললো কই?
কি লাভ জপে হালকা জিকির
পড়ে হাদিস আমল বই !


লক্ষ টাকার মোল্লা শোনায়
গল্প কিচ্ছা রমরমা
খেজুর পাতার রাজপ্রাসাদ
ছেরাতালি প্যান্ট জামা!


ধর্মমনা সরল মানুষ
সব দিয়েদেয় পীরের পায়,
ঘর বেচে দেয় ঘাম বেচে দেয়
পীর বাবা সব হাতিয়ে নেয়।


কাঠমোল্লায় সুন্নাহ মানে
খাওয়া পরা আর ঘুমে,
ওরস নামে পেট পূজা হয়
নাচে গানে ধামধুমে।


মোল্লা বেটার শরীর জুড়ে
জরির পোষাক ঝলমলে,
ধর্ম নিয়ে ব্যবসা বেটার
পীর মুরিদীর  ছলবলে।