আমার তুইরে -
ওরে তুই,
ইচ্ছে করে সুবাস হয়ে
হৃদয়টা তোর ছুঁই ।
ইচ্ছে করে আঁধার রাতে
জোৎস্না হই তোর মনে,
তোর একাতে জড়াই থাকি
কমল দেহের সনে।
তোর বাগানে দেই ফুটিয়ে
হাসনাহেনা- জুই,
ও তুইরে আমার তুই,
ইচ্ছে করে সুবাস হয়ে
হৃদয়টা তোর ছুঁই।।


ইচ্ছে করে তোর জানালার
গ্রীল টা হয়ে থাকি ,
আমার বুকের পাজরে তোর
ভাবনা পুশে রাখি।
আনমনে তোর চোখের জলে
হয় যেন মোর স্নান,
আমায় ধরেই হয় যেন তোর
সকল দুঃখ ম্লান।
ইচ্ছে করে আমায় ধরেই
তোর কষ্টরা যাক ধুই,
ও তুইরে আমার তুই,
ইচ্ছে করে সুবাস হয়ে
হৃদয়টা তোর ছুঁই।।


ইচ্ছে করে জোনাক হয়ে
তোর বাগানে জ্বলি,
তোর চোখেরই পলক ধরে
লুকোচুরি খেলি।
নিলে আমায় আদর করে
হাতের মুঠোয় তুলে,
দেখবো নরম আঙুল গুলো
চুম্বুন জ্বেলে জ্বেলে।
ইচ্ছে করে তুই যেন আর
দিশনা আমায় থুই,
ও তুইরে আমার তুই,
ইচ্ছে করে সুবাস হয়ে
হৃদয়টা তোর ছুঁই।।


ইচ্ছে করে তোর পুতুলের
কাদামাটি হই,
আলতো করে আদর মেখে
হাত জড়িয়ে রই।
ইচ্ছেমতো তুই বানাবি
আমার গড়ন ধরন,
তুই চাইলেই থাকবো বেঁচে
তুই চাইলেই মরণ।
ইচ্ছে করে তোর আদরেই
গুলিয়ে পরি নুই,
ও তুইরে আমার তুই
ইচ্ছে করে সুবাস হয়ে
হৃদয়টা তোর ছুঁই।।
[ঘামের স্রোত ]