যারা সামান্য
আমি তাদের দলের সেনাপতি,
আমার প্রত্যয় সামান্যের রক্তিম পতাকা।


আমার যুদ্ধ তাদের সাথে
যাদের ইট পাথরের  অট্টালিকায়
গরিবের সম্বোধন শুধুই  চাকর।


আমার কবিতারা কাঁদে তাদের জন্য ,
অনাহারে যাদের বুকের খাঁচায়
আঁকা বাংলাদেশের মানচিত্র।


আমার ইবাদত ঐ পথের ধারে -
ওখানেই আমার মসজিদ মন্দির,
যেখানে উদোম শরীরে ঘুমায় ঈশ্বর ।


আমার সকল উৎসব ঐ ফসলের মাঠে,
সবিনয়ে চুমি সেই খালি পা
যে পায়ে মাটির গন্ধ শামুকে কেটে হয় রক্ত স্নান।


এই সামান্য আমাকে উৎসর্গ -
শ্রদ্ধা তাদের ঘামের স্রোতে,
যাদের ঘুম ভাঙ্গে হালাল রুুজি'র সন্ধানে।
[ঘামের স্রোত ]