কি করে পারো -
একটা ক্ষুধার্ত হিংস্র পশুকে
অনায়াসে পোষ মানাতে ?
কষ্টের পাহাড় ডিঙিয়ে -
অমাবশ্যার বুকে
জোৎস্না আঁকতে ?
কি করে পারো,দস্যু নাগের
বিষাক্ত ছোবলের প্রতীক্ষায় -
হাসনাহেনা হতে ?
কি করে পারো -
জল ঢেলে জ্বলে উঠতে ?
জ্বলতে জ্বলতে আবার
জলে মিশে যেতে?
নদী শুকিয়ে যায় -
চর জাগে,
কি করে পারো
শুকনো চরে ভেসে বেরাতে !
নিস্প্রান বালুতে কান পেতে -
পাতালপুরের গল্প শুনতে ?
নিষ্ঠুর নিঃসঙ্গতায় -
প্রতিধ্বনি হয় নিশ্বাসের শব্দ।
ঝরা পাতায় হাসে স্বর্গ শিশু,
কবরের মাটি আকঁড়ে -
কিভাাবে করো খড়কুটো সংসার?
সম্পর্ক আর সমঝোতার প্রশ্নে
আমি অবাক হই,
প্রশ্ন জাগে -
তুমি কি করে পারো?
[ঘামের স্রোত ]