আঁধারের ভিড়ে শিশু  -
চোখ টেনে দেখে পূবাকাশ।
ভোর হয়নি,
পাখিরা জাগেনি,
ঘুমায়নি ঝিঁঝিঁ পোকা।
জেগে উঠুক খোকা,
ভাবনা হোক মাঠ ঘাট,
নদী- পাহাড় ,ফুল -পাখি- প্রজাপতি,
মনে ঊষার আলো উঁকি দিয়ে -
রঙিন কলমে আঁকুক মেঠোপথ।
বিশুদ্ধতায় প্রথম নিশ্বাস -
এঁকে দিক একপৃষ্ঠা সফেদ ভূমীতে।