কাঁদছে শিশু কাঁপছে শীতে
বিবস্ত্র আজ মানবতা,
হান পদাঘাত পাষাণ বুকে
আন ছিনিয়ে লেপকাথা।
ধূর্ত দেবীর রাজ সিংহাসন
দে গুড়িয়ে পদাঘাতে,
জালিম মুখে অট্রহাসী
শিকল বাঁধা সাদাহাতে।
অনাহারে অনাথ শিশু
অন্ন খোঁজে ডাষ্টবিনে,
বড় সাহেবা লক্ষ টাকায়
মেকআপ পূজে রাতদিনে।
ওপারের সব নোংরামী রং
ছড়িয়ে গেছে দেশ জুড়ে,
দালাল করে রঙ্গ মাতম
বাংলাদেশের ঘর পুড়ে।
দে পদাঘাত দালাল বুকে
তাড়িয়ে দে ঐ শকুন দল,
ছিড়ে ফেলেদে চোষার চুক্তি
দেশ ভক্তিই বক্ষে বল।
[পাষাণ বুকে পদাঘাত ]