অনেক কিছুই যায়না বলা
বলতে তবু হয়,
অনেক ব্যথাই যায়না সওয়া
জীবন জুরে রয়।
হয়না দেখা অনেক কিছু
চোক্ষু মেলে রোজ,
পাশেই কারোর হয়না নেয়া
একটু খানি খোজ।
অনেক কিছুই হয়না ভালো
ভালো থাকার আশে,
মন্দ অনেক হয়না বিদেয়
জড়িয়ে থাকে পাশে।
ঘুম কাতুরে অনেক চোখেই
শিশির ঝরে জেগে,
মায়ের অনেক শান্ত খোকাও
যুদ্ধ বাধায় রেগে।
শান্তি প্রিয় অনেক জানাই
অশান্তির ই কারণ,
হয়না মানা চলার পথের
অনেক যোক্তি বারণ।
ভুলের মাশুল দিতেই অনেক
জীবন কলি ঝরে,
হয়না সময় সুধরে নেবার
সময় অস্তদারে।