কেন জানি মনে হচ্ছে
পৃথিবীতে খুব একা আমি,  
কারোর কাছে বলতে পারিনা কিছু,
না কষ্টের - না সুখের।
যাকে কষ্ট জানাবো -
তার বুকেই হাবিয়া নরক।
যাকে সুখ জানাবো -
তাকে সুখি করতে কখনো পারিনি।
যে নিজের অস্তিত্ব টুকু -
আমার মাঝে বিলিয়ে দিচ্ছে,
তার কাছে আমার সুখের গল্প
সার্থপরতা ছাড়া কিছুই না।
এসব ভেবেই মনে হয়
বড় একা হয়েগেছি আমি।
নেয়াদেয়া নিয়ে জীবন,
আর ভাগাভাগি নিয়ে সংসার,
কই ? দিতে পারলাম কই?
আর কিবা নিলাম ভাগকরে ?
সময় সৌখিন্য সবই আমার মত,
একান্ত নিজের ব্যস্ততায়।
সংসার টা অন্যের কাঁধে,
যেখানে কর্তৃত্বের দাবিদারে আমি -
স্বামী নামের নিষ্ঠুর ভগবান।
আজ আমি বড় একা,
মনুষত্বের কাঠগড়ায় নতজানু।