আমি কবি নই,
হতেও পারনি,
নিস্পাপ নিস্কুলস আত্মা
আমার হয়ে উঠেনি।
ছন্দে ছন্দ মিলিয়ে -
এটা ওটা দুকলম লেখেই
কবি হওয়া যায়না !
হয়না শব্দ সন্তানের পিতা,
পিতার সংজ্ঞা ছোট নয়,
ছোট নয় কবির টাও,
এতটুকুন সংজ্ঞায় কবি হলে
সমাজে সাম্য মৈত্র -
স্বাধীনতার বিপর্যয় ঘটবে।
পথ হারাবে কবিতারা।
আমি কবি নই,
হতেও পারিনি ।
কবিরা দেবতা হয়,
যা আমি নই,
সৃষ্টির অনাবিল আনন্দে,
মুখরিত সমাজ সংস্কৃতি।
পরিবর্তনের ছোঁয়ায়
প্রত্যাবর্তন করে ইতিহাস ঐতিহ্য,
প্রতিষ্ঠিত করে প্রেমের পবিত্রতা।
কবি হৃদয়ে দুঃখের বসতি
মুখে পুশে জান্নাত,
যা আমি নিতান্তই অপারগ।
অনিষ্টের পথে -
রিপুর কাঁধে সওয়ারী আমি,
আমি কবি হই কিভাবে ?
এতটা নোংরা নয় কবি,
মানুষ -মানবতা -
ধর্ম আর ধার্মীকতাই কবি প্রান,
অন্যের ব্যথায় সমব্যাথী -
জাতপাতে কবির নেই ব্যবধান।
আমি কবি নই,
হতেও পারিনি,
এই ক্ষুদ্র আমার মৃত্যু হবে -
হারিয়ে যাবে কবিতারা
অস্তিত্ব মিশে যাবে ধুলোয়।
কিন্তু কবি ?
চিরন্তন, অমর, অবিরাম -
বয়ে যাওয়া বাতাসে শীতলতা,
যা আমি নই,
হতেও পারিনি।
মৃত্যু আর বেঁচে থাকার
সীমাহীন দুরূত্বে আছি
আমি এবং  কবি।